শুধু লকডাউনেই করোনা থামবে না: ডব্লিউএইচও


শুধু লকডাউনেই করোনা থামবে না: ডব্লিউএইচও
অনলাইন ডেস্ক:bbccnews24
২৬ মার্চ ২০২০, ১৪:৪৩
আপডেট: ২৬ মার্চ ২০২০, ১৪:৪৫
        
Image
করোনাভাইরাস রোধে শুধু লকডাউন যথেষ্ট নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস রোধে শুধু লকডাউন যথেষ্ট নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস। ছবি: রয়টার্সকরোনাভাইরাস রোধে শুধু লকডাউন যথেষ্ট নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস রোধে শুধু লকডাউন যথেষ্ট নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস।

আজ বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস এ কথা বলেছেন।

ডব্লিউএইচওর প্রধান বলেন, ‘করোনাভাইরাস রোধে অনেক দেশ লকডাউনের ব্যবস্থা নিয়েছে। মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে। চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। কিন্তু শুধু এসব পদক্ষেপে বিশ্ব থেকে করোনাভাইরাসের মতো মহামারির ছড়িয়ে পড়া ঠেকানো যাবে না। করোনাভাইরাস রোধ করতে আমরা বিশ্বের সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। করোনাভাইরাসের বিরুদ্ধে জিততে হলে একটি দ্বিতীয় পথ রাখতে হবে।’

টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস জোর দিয়ে বলেন, মানুষকে বাইরে চলাফেরা না করে ঘরে থাকতে বলে স্বাস্থ্য সুরক্ষায় সময় পাওয়া যাবে এবং লকডাউন দিয়ে হয়তো করোনাভাইরাসের সংক্রমণ কমানো যেতে পারে। এর বেশি কিছু নয়। এসব দিয়ে করোনাভাইরাস দূর করা যাবে না, মহামারি ঠেকানো যাবে না। এর বিরুদ্ধে সবাইকে আক্রমণাত্মক হতে হবে। তাই সন্দেহভাজনদের সন্ধান করুন, বিচ্ছিন্ন করুন, করোনার পরীক্ষা করুন এবং চিকিৎসা করুন। এটাই সর্বোত্তম উপায়।’

     
Image



এ ছাড়া করোনাভাইরাস ঠেকাতে স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৪ লাখ ছাড়িয়েছে। এতে ১৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

No comments

Powered by Blogger.