প্রতি ব্যারেল তেলের দাম ৭০ ডলার ছাড়িয়েছে

প্রতি ব্যারেল তেলের দাম ৭০ ডলার ছাড়িয়েছে

০৭:৪৬ অপরাহ্ন, জানুয়ারী ০৬, ২০২০
সর্বশেষ সংশোধিত: ০৭:৫১ অপরাহ্ন, জানুয়ারী ০৬, ২০২০
            
image





ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনায় সোমবার অশোধিত তেলের দাম আরও এক শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭০ ডলার ছাড়িয়েছে যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ।

শুক্রবার ইরাকের বাগদাদে মার্কিন হামলায় সোলাইমানি নিহত হওয়ার পর এক ধাক্কায় তেলের দাম ৩ শতাংশ বেড়েছিল। এর পর থেকে বেড়েই চলেছে তেলের দাম।

সারা বিশ্বে উত্তোলিত তেলের অর্ধেক আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। অন্যদিকে ইরানের পাশের হরমুজ প্রণালি দিয়ে মোট তেলের এক পঞ্চমাংশের আমদানি রপ্তানি চলে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই বিদেশি সৈন্যদের দেশ থেকে বের করে দেয়ার জন্য ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাস হয়েছে। এর প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশের সৈন্যদের বের করে দেওয়া হলে তিনি ইরাকের ওপর নিষেধাজ্ঞা দেবেন।
source: online

No comments

Powered by Blogger.